শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমিও একজন নগদ-এর গ্রাহক-জাহিদ হাসান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

কাপড়ের দোকানের মালিক জলিল মিয়া মোবাইল থেকে বের হওয়া টাকা গুনছেন- ‘আটচল্পিশ, ঊনপঞ্চাশ, পঞ্চাশ!’ ক্লান্ত কন্ঠে তিনি বলেন, ‘মোবাইলে এত টাকা কেউ জীবনেও পাঠায় নাই! গুনতে গুনতে গলা শুকায়া গেল! গলা শুকিয়ে যাওয়ায় তিনি তার কর্মচারীর কাছ থেকে পানি খেতে চান আর ঠিক সেই মূহুর্তেই জাহিদ হাসান এসে বলেন, ‘গুনতে তো গলা শুকাইবই।’ বাংলাদেশ ডাক বিভাগ-এর ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) ‘নগদ’-এর নতুন বিজ্ঞাপনে জনপ্রিয় তারকা অভিনেতা জাহিদ হাসানের উপস্থিতি দেখা যায়। হাসান মোরশেদ-এর পরিচালনায় ‘নগদ’-এর এই টিভি বিজ্ঞাপনগুলোর কাজ সম্পন্ন হয়েছে এবং প্রচারও হচ্ছে। ইতোমধ্যে এগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিজ্ঞাপনে ‘নগদ’-এর উল্লেখযোগ্য সেবার বিষয়গুলোকে যেমন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো এবং যে কারো মোবাইলে টাকা পাঠানোর ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের নিজস্ব সেবা তথা একটি রাষ্ট্রীয় আর্থিক সেবা হিসেবে ‘নগদ’ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিজ্ঞাপনে কাজ করা নিয়ে জাহিদ হাসান বলেন, নগদ-এর বিজ্ঞাপনের আইডিয়া যখন প্রথম আমাকে বলা হয় তখনই আমি বেশ আগ্রহী হয়ে উঠি। শূটিং এবং কাজ করার পুরো অভিজ্ঞতাও ছিল চমৎকার। কাজ করতে গিয়ে যখন এই সেবাটির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি তখন থেকে আমিও নগদ-এর ব্যবহারকারী হয়ে যাই। রাষ্ট্রীয় আর্থিক সেবা ‘নগদ’ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সঙ্গতি রেখে ডিজিটাল ইনোভেশনের পথে এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। বিজ্ঞাপনের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আসিফ আকবর এবং ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে কাজ করেছেন নেহাল কোরেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Add
Mustafizur Rahman ১৪ জুন, ২০১৯, ২:০১ এএম says : 0
নগদ একাউন্টে maximum কত টাকা balance রাখা যাবে?
Total Reply(0)
Add
naffes uddin 99 ১৪ জুন, ২০১৯, ২:০১ এএম says : 0
I support because it's desi bkash and rocket r bdeshi...
Total Reply(0)
Add
Hosna Begom ১৪ জুন, ২০১৯, ২:০১ এএম says : 0
কিভাবে ডাউনলোড করবো নগদ এপ
Total Reply(0)
Add
সাখাওয়াত হোসেন উজ্জ্বল ১৪ জুন, ২০১৯, ২:০৩ এএম says : 0
নাইস। জাহিদ হাসান আমার প্রিয় অভিনেতা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর